user
নিকাহ - نكاح - Nikah
23 April, 2023, 11:46 am

৩৭১ নং বিবাহের সাকসেস স্টোরি

পেজে পাত্রীর বায়োডাটা পাবলিশ করা ছিলো (#JYM0812202202)।
পেজে পাত্রের বায়োডাটা পাবলিশ করা ছিলো না।
পাত্রীর সংক্ষিপ্ত পরিচয়ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে অনার্স (চলমান)।
পাত্রের সংক্ষিপ্ত পরিচয়ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অনার্স (চলমান)।
পাত্রের পক্ষ থেকে গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে বায়োডাটা পাঠানো হয়। মেইলের মাধ্যমে অন্যান্য মৌলিক বিষয় গুলো জানাশোনার পর প্রায় ১৮ দিন পর পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ হয়। বিয়ে উপলক্ষ্যে আপ্যায়ন আর মান রক্ষার নামে পাত্রীপক্ষের উপর অতিরিক্ত খরচের রাস্তা বন্ধ করার জন্যই মসজিদে বিয়ের আয়োজন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত ১৩ জানুয়ারী ২০২৩ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
সমাজের প্রচলিত নানারকমের বিবাহরীতির অনেক নিয়ম কানুন সর্বসম্মতিক্রমে বর্জন ও গ্রহণ করে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যে সকল বিষয়সমূহ আমাদের বিবাহকে সহজ করেছেঃ-
**** ৫০,০০০ টাকা দেনমোহর হিসেবে নির্ধারিত হয়েছে ও নগদ পরিশোধ করা হয়েছে। কোনোরূপ দরকষাকষি করে বা সমাজের লোকদের সমালোচনার ভয় নিয়ে দেনমোহর এর পরিমাণ নির্ধারিত হয়নি।
****বরযাত্রীর লোক সংখ্যা ও ওয়ালিমাতে কনের লোক সংখ্যা খুব সীমিত রাখা হয়েছে। যেন এক পক্ষের মেহমানের জন্য অন্য পক্ষের ওপর চাপ না পড়ে। তবে উভয় পক্ষ তার সাধ্যানুযায়ী নিজেদের মেহমানদের জন্য আয়োজন করেছি।
****নতুন জামাই এর গেট ধরা, হাত ধোয়ানো, জুতা লুকানোর নামে যেকোনো টাকা খসানোর আনন্দ না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং কনের কাজিনদের প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও করতে দেয়া হয়নি আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ মেহেরবাণীতে অনেক কুপ্রথা ও অবাস্তব বিবাহরীতি বর্জন করে আমরা বিবাহ সম্পন্ন করতে সক্ষম করেছি। সামাজিকভাবে আয়োজিত সকল বিবাহ সহজ নিয়মে এবং কম খরচে সম্পন্ন করার মন মানসিকতা বৃদ্ধি হউক এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদের ও সবার দাম্পত্য জীবনকে বরকতময় করে দিক। আর এই পেজের উদ্যোক্তা ও এডমিন প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ
 
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
8 March, 2023, 11:49 am

৩৭০ নং বিবাহের সাকসেস স্টোরি

#JYM3112202201 - পাত্রীর পোস্ট কোড।

 

পাত্রের বায়োডাটা পাবলিশ করা ছিলো না। ( পেইজে পাত্রীর বায়োডাটা দেখে পাত্র পক্ষ থেকে যোগাযোগ করা হয়)

 

আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

 

বিয়ে একটি ইবাদাত, কারো জন্য এই ইবাদাত ফরজ, কারো জন্য সুন্নত, কারো জন্য নফল। 

 

আমি জেনারেলে পড়ুয়া একজন সাধারণ মেয়ে, তবে আল্লাহ রাব্বুল আ'লামিনের প্রতি আগ্রহ বাড়ে আমার ইন্টার লাইফ থেকে। তিনি দয়া করে, মায়া করে হেদায়েতের ছায়ায় আমাকে আশ্রয় দিয়েছেন।আলহামদুলিল্লাহ। যখন থেকে বুঝতে শুরু করি তখন থেকেই নিজেকে গুছিয়ে নিতে চেষ্টা করেছি।যখন চারদিকে যেনা ফিতনা অহরহ, তখন আমি আমার রবের কাছে পানাহ চাই এবং নিজের চরিত্রকে পবিত্র রাখতে বিয়ের সিদ্ধান্ত নেই।

 

সেই সিদ্ধান্ত থেকেই এই গ্রুপে নিজের বায়োডাটা জমা দেয়া। বর্তমানে যিনি আমার জীবনসঙ্গী, তিনি এই গ্রুপে আমার বায়ো-ডাটা দেখে আমার পরিবারের সাথে যোগাযোগ করেন। আমার পরিবার এবং তার পরিবারের কথাবার্তা শেষে ১৪ ই জানুয়ারি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আলহামদুলিল্লাহ। 

 

তবে এটা বলতে পারি সুরা আহযাবে আল্লাহ আমাদের বলেছেন উত্তম নারী উত্তম পুরুষের জন্য, তাই উত্তম কাউকে পেতে সর্বপ্রথম নিজেকে উত্তম করতে হবে, দোয়া করতে হবে। একজন জীবন সঙ্গী ই পারে আপনার জীবনের সফলতা আনতে। সেটা কেবল মাত্র ক্ষণস্থায়ী ইহকালের ই নয় অনন্ত পরকালের ও। আমি এই গ্রুপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুক আমিন।

 

মূল সাকসেস স্টোরির লিংক

 
image
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
8 March, 2023, 11:26 am

৩৬৯ নং বিবাহের সাকসেস স্টোরি

#JYF0512202201 - পাত্রের পোস্ট কোড

 

#JYM1611202201 - পাত্রীর পোস্ট কোড।

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু,,, 

 

বিয়ে একটি ইবাদাত, কারো জন্য এই ইবাদাত ফরজ, কারো জন্য সুন্নত, কারো জন্য নফল। 

 

আমি জেনারেলে পড়ুয়া এক সাধারণ মেয়ে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি অনুগত ছিলাম সেই ছোটো থেকেই।একজন এর আমানত ভেবে কখনো হারামে জড়াই নি।যখন চারদিকে যেনা ফিতনা অহরহ, তখন আমি আমার রবের কাছে পানাহ চাই এবং আমার অর্ধেক দ্বীনের খোজে আমার পরিবার লেগে পরে।

 

 তখন একদিন একটি সাকসেস পোস্ট পাই এই গ্রুপ এর। পোস্ট করি, সেই সূত্র ধরে একজন কে নক দেই, আলহামদুলিল্লাহ সেই সম্মানিত ব্যক্তি আজ আমার দ্বীনের অর্ধেক পুরণ করতে সাহায্য করেন। আমার মতো অনেকেই নিজের মতামত গুলো পরিবারে খোলাখুলি বলতে পারেন না লজ্জায় বা অন্য কারণে। তাদের জন্য এরকম একটি গ্রুপ যেন অন্ধকারে একটি আশার আলো।  

 

তবে এটা বলতে পারি সুরা আহযাবে আল্লাহ আমাদের বলেছেন উত্তম নারী উত্তম পুরুষের জন্য, তাই উত্তম কাউকে পেতে সর্বপ্রথম নিজেকে উত্তম করতে হবে, দোয়া করতে হবে। একজন জীবন সঙ্গী ই পারে আপনার জীবনের সফলতা আনতে। সেটা কেবল মাত্র ক্ষণস্থায়ী ইহকালের ই নয় অনন্ত পরকালের ও। আমি এই গ্রুপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুক আমিন।

 

মূল সাকসেস স্টোরির লিংক - https://www.facebook.com/groups/nikahgroupbd/permalink/1407350336671196/?app=fbl

 
image
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
19 February, 2023, 1:51 am

৩৬৮ নং বিবাহের সাকসেস স্টোরি

আলহামদুলিল্লাহ! গত ১২ জানুয়ারি ২০২৩ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। 

গ্রুপে পাত্রের বায়োডাটা (#JYF1012202201) দেখে পাত্রী পক্ষ হতে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার ২ দিনের মধ্যেই পারিবারিক ভাবে দেখাশোনা হয় আর আল্লাহর ইচ্ছায় এর ১৭ দিন পর বিয়ের আনুষ্ঠানিকতা হয়। 

 

জীবনসঙ্গী হিসেবে সবসময় একজন পূর্ণাঙ্গ পর্দানশীন মানুষ চাইতাম আল্লাহর কাছে, পাশাপাশি জেনারেল ও দ্বীনি উভয় শিক্ষায় শিক্ষিতা ছিল ব্যাক্তিগত পছন্দের, আলহামদুলিল্লাহ! আল্লাহ তেমন একজন জীবনসঙ্গী-ই নসিব করেছেন। 

 

বিবাহের প্রতিটি আনুষ্ঠানিকতা ইসলামি রীতিনীতি মেনে করার চেষ্টা করা হয়েছে। বিবাহের পোগ্রাম ও ওলিমায় পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার চেষ্টা করা হয়েছে। চার লাখ টাকা মোহর নগদ আদায় করা হয়েছে। এছাড়াও বিবাহের প্রচলিত বিভিন্ন বেদাত ও কুসংস্কার থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা হয়েছে। 

 

আল্লাহর ইচ্ছায় বিবাহের সকল আনুষ্ঠানিকতা সহজ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আশাকরি, আল্লাহ বিবাহ পরবর্তী জীবনও এমন সহজ ও সুন্দর করে দিবেন।

 

#নিকাহ_গ্রুপের নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ তায়ালা এই গ্রুপের সাথে জড়িত সকলকে উভয় জগতে উত্তম প্রতিদান দিক!

 
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
19 February, 2023, 1:49 am

৩৬৭ নং বিবাহের সাকসেস স্টোরি

পাত্রীর বায়োডাটা পাবলিশ করা ছিলো (#JYM0812202202)।

পেজে পাত্রের বায়োডাটা পাবলিশ করা ছিলো না।

 

পাত্রীর সংক্ষিপ্ত পরিচয়ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে অনার্স (চলমান)।

পাত্রের সংক্ষিপ্ত পরিচয়ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অনার্স (চলমান)।

 

পাত্রের পক্ষ থেকে গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে বায়োডাটা পাঠানো হয়। মেইলের মাধ্যমে অন্যান্য মৌলিক বিষয় গুলো জানাশোনার পর প্রায় ১৮ দিন পর পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ হয়। বিয়ে উপলক্ষ্যে আপ্যায়ন আর মান রক্ষার নামে পাত্রীপক্ষের উপর অতিরিক্ত খরচের রাস্তা বন্ধ করার জন্যই মসজিদে বিয়ের আয়োজন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত ১৩ জানুয়ারী ২০২৩ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।

সমাজের প্রচলিত নানারকমের বিবাহরীতির অনেক নিয়ম কানুন সর্বসম্মতিক্রমে বর্জন ও গ্রহণ করে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যে সকল বিষয়সমূহ আমাদের বিবাহকে সহজ করেছেঃ-

 

**** ৫০,০০০ টাকা দেনমোহর হিসেবে নির্ধারিত হয়েছে ও নগদ পরিশোধ করা হয়েছে। কোনোরূপ দরকষাকষি করে বা সমাজের লোকদের সমালোচনার ভয় নিয়ে দেনমোহর এর পরিমাণ নির্ধারিত হয়নি।

 

****বরযাত্রীর লোক সংখ্যা ও ওয়ালিমাতে কনের লোক সংখ্যা খুব সীমিত রাখা হয়েছে। যেন এক পক্ষের মেহমানের জন্য অন্য পক্ষের ওপর চাপ না পড়ে। তবে উভয় পক্ষ তার সাধ্যানুযায়ী নিজেদের মেহমানদের জন্য আয়োজন করেছি।

 

****নতুন জামাই এর গেট ধরা, হাত ধোয়ানো, জুতা লুকানোর নামে যেকোনো টাকা খসানোর আনন্দ না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং কনের কাজিনদের প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও করতে দেয়া হয়নি আলহামদুলিল্লাহ।

 

আল্লাহর অশেষ মেহেরবাণীতে অনেক কুপ্রথা ও অবাস্তব বিবাহরীতি বর্জন করে আমরা বিবাহ সম্পন্ন করতে সক্ষম করেছি। সামাজিকভাবে আয়োজিত সকল বিবাহ সহজ নিয়মে এবং কম খরচে সম্পন্ন করার মন মানসিকতা বৃদ্ধি হউক এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদের ও সবার দাম্পত্য জীবনকে বরকতময় করে দিক। আর এই পেজের উদ্যোক্তা ও এডমিন প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ

 
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
14 February, 2023, 2:31 am

৩৬৬ নং বিবাহের সাকসেস স্টোরি

আলহামদুলিল্লাহ । আমি বেশ কিছুদিন আগে আমার ছোট বোনের জন্য Bio নিকাহ গ্রুপে পোস্ট করেছিলাম এবং Re - Post ও করেছিলাম এরপর অনেকেই আগ্রহ দেখিয়েছিল । কিন্তু আমাদের পছন্দ মতো না হওয়ায় আমরা অপেক্ষা করছিলাম । অবশেষে আমরা একটি Bio পাই । আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগে তারপর পাত্রের খোঁজ খবর নিয়ে এগিয়ে যাই এবং ১৩-০১-২০২৩ তারিখে বিবাহ সম্পন্ন করি । পাত্রের Bio নিকাহ্ গ্রুপে ছিল না । তিনি কুরআনে হাফেজ ও মালেয়েশিয়ায় পড়াশুনা শেষ করে ওখানেই জব করেন, পাত্রের পরিবার আলেম পরিবার । সকলেই দোআ করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় । আমি নিকাহ গ্রুপের প্রতি ও সর্বোপরি মহান রবের প্রতি কৃতজ্ঞ । নিকাহ গ্রুপের প্রতিটি সদস্যের কল্যান ও সমৃদ্ধির জন্য মহান রবের নিকট আকুল আবেদন জানাই, যেন তিনি তাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যান দান করেন ।

বোনের পোস্টকোড- #SAM1905202201

 
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
17 January, 2023, 2:38 am

৩৬৫ নং বিবাহের সাকসেস স্টোরি

পেজে পাত্রীর বায়োডাটা পাবলিশ করা ছিলো ।

পেজে পাত্রের বায়োডাটা পাবলিশ করা ছিলো না।

পাত্রীর সংক্ষিপ্ত পরিচয়ঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স এবং পাশাপাশি ফাযিল ও কামিল ১ম বর্ষ সম্পন্ন।

 

পাত্রের সংক্ষিপ্ত পরিচয়ঃ বাংলাদেশ সচিবালয়ে সরকারি চাকুরীরত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স এবং পাশাপাশি ফাযিল ও কামিল সম্পন্ন।

 

পাত্রের পক্ষ থেকে গত ২৩ জুন ২০২২ তারিখে বায়োডাটা পাঠানো হয়। মেইলের মাধ্যমে অন্যান্য মৌলিক বিষয় গুলো জানাশোনার পর প্রায় ২৩ দিন পর পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ হয়। দুই পক্ষ সম্মতির পরে পাত্রপক্ষের অনুরোধে পাত্রীর বাসার পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাযের পরে মোট ৮ জন অভিভাবকের উপস্থিতিতে বিয়ের সামগ্রিক ব্যাপার নিয়ে আলোচনা সম্পন্ন হয়। বিয়ে উপলক্ষ্যে আপ্যায়ন আর মান রক্ষার নামে পাত্রীপক্ষের উপর অতিরিক্ত খরচের রাস্তা বন্ধ করার জন্যই মসজিদে কথাবার্তার আয়োজন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত ২৩ ডিসেম্বর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।

 

সমাজের প্রচলিত নানারকমের বিবাহরীতির অনেক নিয়ম কানুন সর্বসম্মতিক্রমে বর্জন ও গ্রহণ করে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যে সকল বিষয়সমূহ আমাদের বিবাহকে সহজ করেছেঃ-

 

****পাত্রের দুই মাসের বেতন সমপরিমাণ টাকা দেনমোহর হিসেবে নির্ধারিত হয়েছে ও নগদ পরিশোধ করা হয়েছে। কোনোরূপ দরকষাকষি করে বা সমাজের লোকদের সমালোচনার ভয় নিয়ে দেনমোহর এর পরিমাণ নির্ধারিত হয়নি।

 

****শুধু কনের জন্য বিয়ের প্রয়োজনীয় (সামান্য পরিমাণে) কেনাকাটা করে পৌঁছে দেয়া হয়। উভয়পক্ষেরই অন্যান্য আত্মীয়, মুরুব্বি ও বাচ্চাদের জন্য কোনোরূপ কেনাকাটা হয়নি। আর বরের জন্য বিয়ের উদ্দেশে কনের পক্ষ থেকে কেনাকাটা বা টাকা প্রদান একদম নিষেধ করে দেয়া হয়েছে।

 

****বরযাত্রীর লোক সংখ্যা ও ওয়ালিমাতে কনের লোক সংখ্যা খুব সীমিত রাখা হয়েছে। যেন এক পক্ষের মেহমানের জন্য অন্য পক্ষের ওপর চাপ না পড়ে। তবে উভয় পক্ষ তার সাধ্যানুযায়ী নিজেদের মেহমানদের জন্য আয়োজন করেছি।

 

****নতুন জামাই এর গেট ধরা, হাত ধোয়ানো, জুতা লুকানোর নামে যেকোনো টাকা খসানোর আনন্দ না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং কনের কাজিনদের প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও করতে দেয়া হয়নি আলহামদুলিল্লাহ।

 

****উভয় অনুষ্ঠানে বউকে আলাদাভাবে বসানো হয়েছে এবং নারী পুরুষ আলাদাভাবে বসে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

 

****ওয়ালিমা অনুষ্ঠানে সকল অতিথিকে উপহার সামগ্রী বা টাকা পয়সা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছিলো। এই জন্য অনুষ্ঠানস্থলে কোনো টেবিল বসানো হয়নি।

 

আল্লাহর অশেষ মেহেরবাণীতে অনেক কুপ্রথা ও অবাস্তব বিবাহরীতি বর্জন করে আমরা বিবাহ সম্পন্ন করতে সক্ষম করেছি। সামাজিকভাবে আয়োজিত সকল বিবাহ সহজ নিয়মে এবং কম খরচে সম্পন্ন করার মন মানসিকতা বৃদ্ধি হউক এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদের ও সবার দাম্পত্য জীবনকে বরকতময় করে দিক। আর এই পেজের উদ্যোক্তা ও এডমিন প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ

 
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
11 January, 2023, 10:44 am

সাকসেস স্টোরি

পোস্ট কোড:
#NJF1207202001 (পাত্র)
#NJM207202002 (পাত্রী)
 
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
নিকাহ গ্রুপের এডমিন এবং সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ! আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহা'নাহু ওয়াতা'য়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। অতঃপর এই গ্রুপের এডমিন দের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হাদীসে এসেছে, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করেনা সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করেনা। তো এই গ্রুপের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য দিল থেকে সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা এই গ্রুপ সংশ্লিষ্ট সকলকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বিনিময় দান করুন।
 
বিশেষ দ্রষ্টব্য: বিগত ০২/০৮/২০২০ ইং তারিখে উভয় পরিবারের সম্মতিক্রমে আমাদের বিবাহ সংঘটিত হয়েছে।
 
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
11 January, 2023, 9:39 am

সাকসেস স্টোরি

পোস্ট কোড: #zmm0703202001

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

শুরুতেই আমরা আল্লাহ সুবহা'নাহু ওয়াতা'য়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। অতঃপর নিকাহ গ্রুপের এডমিন প্যানেলের সকল সদস্যদের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবং নিকাহ গ্রুপের এডমিনদের অক্লান্ত পরিশ্রমে গত ০৫/০৮/২০২০ তারিখে আমার কাজিন এর বিবাহ সম্পন্ন হয়েছে । 

আল্লাহ সুবহানু ওয়া তায়ালা যেন নিকাহ গ্রুপ সংশ্লিষ্ট সকলকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বিনিময় দান করেন। 

 

আমিন! আমিন! আমিন!

 
image
আরো পড়ুন
অল্প পড়ুন
user
নিকাহ - نكاح - Nikah
11 January, 2023, 8:34 am

নিকাহ গ্রুপের প্রতিষ্ঠাতার সাকসেস স্টোরি

আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ!

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে, আমাদের নিকাহ গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ফজুদার গত ০৮-০৬-২০১৯ ইং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৫০ মিনিটে “ক্ববিলতু আলহামদুলিল্লাহ” বলার মাধ্যমে শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। পাত্রী নিকাহ গ্রুপ থেকেই যোগাযোগের মাধ্যমে বিবাহ বন্ধনকে পূর্ণতা দান করেছেন। সকল গ্রুপ মেম্বারদের কাছে দোয়াপ্রার্থী, আল্লাহ রব্বুল আলামীন উভয়ের দাম্পত্য জীবনকে বরকতময় করুন আমীন।

গ্রুপের বাকিসব অবিবাহিত এডমিনদের জন্য এটা আশার বাণী এবং মেয়েপক্ষদের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত। একটু সুনজর দিলেই চলবে! চলুক সুনজর চালাচালি। জাযাকুমুল্লহ আমাদের প্রতি আস্থা রাখার জন্য ।

 
আরো পড়ুন
অল্প পড়ুন