user
নিকাহ - نكاح - Nikah
30 December, 2022, 10:28 am

সাকসেস স্টোরি সংকলন

MONDAY, 10 AUGUST 2020
আসসালামু আলাইকুম
কোনো না কোনো ভাবে যেনো আমাদের আগের সাকসেস স্টোরির ডকটা গায়েব হয়ে গেছে। সেই সাথে দীর্ঘ প্রায় ২ - ২.৫ বছরের সব সাকসেস স্টোরি চলে গেছে। প্রায় ১০০ টা বিয়ের হিস্ট্রি ছিলো। এছাড়া এখনোও অনেকেই গ্রুপের মাধ্যমে বিয়ে হওয় স্বত্বেও আমাদের জানাননি। সকলের প্রতি আবার অনুরোধ থাকবে যাদের বিয়ে গ্রুপের মাধ্যমে হয়েছে, পুনরায় আপনারা আপনাদের স্টোরিগুলোর লিংক যদি থেকে থাকে তাহলে প্লিজ এখানে কমেন্ট করবেন। জাযাকুমুল্লাহ!

মনে রাখবেন, গ্রুপটা পরিচালনা করতে এডমিনদের অনেক শ্রম ব্যয় করতে হয়। সেই সাথে সময় ও কষ্ট তো রয়েছেই। আপনাদের সফল বিয়ের ঘটনাগুলো যখন আমরা শুনি তখন সত্যিই খুব আনন্দিত হই ও উৎসাহ পাই। নতুন করে কাজের উদ্যম ফিরে পাই। মন থেকে দোয়া আসে। আমরা আমাদের এসব পরিশ্রমের বিনিময়ে আপনাদের থেকে এতটুকু কৃতজ্ঞতা আশা করতেই পারি। এই গ্রুপের উসিলায় সুন্নতী বিয়ে করে সবাই যেনো দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারি সেই আশা করছি। আমিন।