#JYM3112202201 - পাত্রীর পোস্ট কোড।
পাত্রের বায়োডাটা পাবলিশ করা ছিলো না। ( পেইজে পাত্রীর বায়োডাটা দেখে পাত্র পক্ষ থেকে যোগাযোগ করা হয়)
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
বিয়ে একটি ইবাদাত, কারো জন্য এই ইবাদাত ফরজ, কারো জন্য সুন্নত, কারো জন্য নফল।
আমি জেনারেলে পড়ুয়া একজন সাধারণ মেয়ে, তবে আল্লাহ রাব্বুল আ'লামিনের প্রতি আগ্রহ বাড়ে আমার ইন্টার লাইফ থেকে। তিনি দয়া করে, মায়া করে হেদায়েতের ছায়ায় আমাকে আশ্রয় দিয়েছেন।আলহামদুলিল্লাহ। যখন থেকে বুঝতে শুরু করি তখন থেকেই নিজেকে গুছিয়ে নিতে চেষ্টা করেছি।যখন চারদিকে যেনা ফিতনা অহরহ, তখন আমি আমার রবের কাছে পানাহ চাই এবং নিজের চরিত্রকে পবিত্র রাখতে বিয়ের সিদ্ধান্ত নেই।
সেই সিদ্ধান্ত থেকেই এই গ্রুপে নিজের বায়োডাটা জমা দেয়া। বর্তমানে যিনি আমার জীবনসঙ্গী, তিনি এই গ্রুপে আমার বায়ো-ডাটা দেখে আমার পরিবারের সাথে যোগাযোগ করেন। আমার পরিবার এবং তার পরিবারের কথাবার্তা শেষে ১৪ ই জানুয়ারি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আলহামদুলিল্লাহ।
তবে এটা বলতে পারি সুরা আহযাবে আল্লাহ আমাদের বলেছেন উত্তম নারী উত্তম পুরুষের জন্য, তাই উত্তম কাউকে পেতে সর্বপ্রথম নিজেকে উত্তম করতে হবে, দোয়া করতে হবে। একজন জীবন সঙ্গী ই পারে আপনার জীবনের সফলতা আনতে। সেটা কেবল মাত্র ক্ষণস্থায়ী ইহকালের ই নয় অনন্ত পরকালের ও। আমি এই গ্রুপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুক আমিন।
মূল সাকসেস স্টোরির লিংক