user
নিকাহ - نكاح - Nikah
19 February, 2023, 1:51 am

৩৬৮ নং বিবাহের সাকসেস স্টোরি

আলহামদুলিল্লাহ! গত ১২ জানুয়ারি ২০২৩ এ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। 

গ্রুপে পাত্রের বায়োডাটা (#JYF1012202201) দেখে পাত্রী পক্ষ হতে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার ২ দিনের মধ্যেই পারিবারিক ভাবে দেখাশোনা হয় আর আল্লাহর ইচ্ছায় এর ১৭ দিন পর বিয়ের আনুষ্ঠানিকতা হয়। 

 

জীবনসঙ্গী হিসেবে সবসময় একজন পূর্ণাঙ্গ পর্দানশীন মানুষ চাইতাম আল্লাহর কাছে, পাশাপাশি জেনারেল ও দ্বীনি উভয় শিক্ষায় শিক্ষিতা ছিল ব্যাক্তিগত পছন্দের, আলহামদুলিল্লাহ! আল্লাহ তেমন একজন জীবনসঙ্গী-ই নসিব করেছেন। 

 

বিবাহের প্রতিটি আনুষ্ঠানিকতা ইসলামি রীতিনীতি মেনে করার চেষ্টা করা হয়েছে। বিবাহের পোগ্রাম ও ওলিমায় পরিপূর্ণ পর্দা মেইনটেইন করার চেষ্টা করা হয়েছে। চার লাখ টাকা মোহর নগদ আদায় করা হয়েছে। এছাড়াও বিবাহের প্রচলিত বিভিন্ন বেদাত ও কুসংস্কার থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা হয়েছে। 

 

আল্লাহর ইচ্ছায় বিবাহের সকল আনুষ্ঠানিকতা সহজ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আশাকরি, আল্লাহ বিবাহ পরবর্তী জীবনও এমন সহজ ও সুন্দর করে দিবেন।

 

#নিকাহ_গ্রুপের নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ তায়ালা এই গ্রুপের সাথে জড়িত সকলকে উভয় জগতে উত্তম প্রতিদান দিক!