পাত্রীর বায়োডাটা পাবলিশ করা ছিলো (#JYM0812202202)।
পেজে পাত্রের বায়োডাটা পাবলিশ করা ছিলো না।
পাত্রীর সংক্ষিপ্ত পরিচয়ঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে অনার্স (চলমান)।
পাত্রের সংক্ষিপ্ত পরিচয়ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অনার্স (চলমান)।
পাত্রের পক্ষ থেকে গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে বায়োডাটা পাঠানো হয়। মেইলের মাধ্যমে অন্যান্য মৌলিক বিষয় গুলো জানাশোনার পর প্রায় ১৮ দিন পর পারিবারিকভাবে দেখা সাক্ষাৎ হয়। বিয়ে উপলক্ষ্যে আপ্যায়ন আর মান রক্ষার নামে পাত্রীপক্ষের উপর অতিরিক্ত খরচের রাস্তা বন্ধ করার জন্যই মসজিদে বিয়ের আয়োজন করা হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে গত ১৩ জানুয়ারী ২০২৩ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
সমাজের প্রচলিত নানারকমের বিবাহরীতির অনেক নিয়ম কানুন সর্বসম্মতিক্রমে বর্জন ও গ্রহণ করে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। যে সকল বিষয়সমূহ আমাদের বিবাহকে সহজ করেছেঃ-
**** ৫০,০০০ টাকা দেনমোহর হিসেবে নির্ধারিত হয়েছে ও নগদ পরিশোধ করা হয়েছে। কোনোরূপ দরকষাকষি করে বা সমাজের লোকদের সমালোচনার ভয় নিয়ে দেনমোহর এর পরিমাণ নির্ধারিত হয়নি।
****বরযাত্রীর লোক সংখ্যা ও ওয়ালিমাতে কনের লোক সংখ্যা খুব সীমিত রাখা হয়েছে। যেন এক পক্ষের মেহমানের জন্য অন্য পক্ষের ওপর চাপ না পড়ে। তবে উভয় পক্ষ তার সাধ্যানুযায়ী নিজেদের মেহমানদের জন্য আয়োজন করেছি।
****নতুন জামাই এর গেট ধরা, হাত ধোয়ানো, জুতা লুকানোর নামে যেকোনো টাকা খসানোর আনন্দ না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং কনের কাজিনদের প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও করতে দেয়া হয়নি আলহামদুলিল্লাহ।
আল্লাহর অশেষ মেহেরবাণীতে অনেক কুপ্রথা ও অবাস্তব বিবাহরীতি বর্জন করে আমরা বিবাহ সম্পন্ন করতে সক্ষম করেছি। সামাজিকভাবে আয়োজিত সকল বিবাহ সহজ নিয়মে এবং কম খরচে সম্পন্ন করার মন মানসিকতা বৃদ্ধি হউক এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদের ও সবার দাম্পত্য জীবনকে বরকতময় করে দিক। আর এই পেজের উদ্যোক্তা ও এডমিন প্যানেল সহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ