user
নিকাহ - نكاح - Nikah
14 February, 2023, 2:31 am

৩৬৬ নং বিবাহের সাকসেস স্টোরি

আলহামদুলিল্লাহ । আমি বেশ কিছুদিন আগে আমার ছোট বোনের জন্য Bio নিকাহ গ্রুপে পোস্ট করেছিলাম এবং Re - Post ও করেছিলাম এরপর অনেকেই আগ্রহ দেখিয়েছিল । কিন্তু আমাদের পছন্দ মতো না হওয়ায় আমরা অপেক্ষা করছিলাম । অবশেষে আমরা একটি Bio পাই । আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগে তারপর পাত্রের খোঁজ খবর নিয়ে এগিয়ে যাই এবং ১৩-০১-২০২৩ তারিখে বিবাহ সম্পন্ন করি । পাত্রের Bio নিকাহ্ গ্রুপে ছিল না । তিনি কুরআনে হাফেজ ও মালেয়েশিয়ায় পড়াশুনা শেষ করে ওখানেই জব করেন, পাত্রের পরিবার আলেম পরিবার । সকলেই দোআ করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় । আমি নিকাহ গ্রুপের প্রতি ও সর্বোপরি মহান রবের প্রতি কৃতজ্ঞ । নিকাহ গ্রুপের প্রতিটি সদস্যের কল্যান ও সমৃদ্ধির জন্য মহান রবের নিকট আকুল আবেদন জানাই, যেন তিনি তাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যান দান করেন ।

বোনের পোস্টকোড- #SAM1905202201