user
নিকাহ - نكاح - Nikah
11 January, 2023, 10:44 am

সাকসেস স্টোরি

পোস্ট কোড:
#NJF1207202001 (পাত্র)
#NJM207202002 (পাত্রী)
 
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
নিকাহ গ্রুপের এডমিন এবং সকল সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ! আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহা'নাহু ওয়াতা'য়ালার দরবারে শুকরিয়া আদায় করছি। অতঃপর এই গ্রুপের এডমিন দের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হাদীসে এসেছে, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করেনা সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করেনা। তো এই গ্রুপের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য দিল থেকে সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা এই গ্রুপ সংশ্লিষ্ট সকলকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বিনিময় দান করুন।
 
বিশেষ দ্রষ্টব্য: বিগত ০২/০৮/২০২০ ইং তারিখে উভয় পরিবারের সম্মতিক্রমে আমাদের বিবাহ সংঘটিত হয়েছে।